ব্যাংকের নিয়োগের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন

ব্যাংকের নিয়োগের ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
সমন্বিত পাঁচ ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল) তৃতীয় প্যানেলে (৪র্থ পর্যায়ে) ফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন চাকরি প্রত্যাশীরা।

রোববার (১৩ মার্চ) রাজধানীর মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের সামনে সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার (জেনারেল) তৃতীয় প্যানেল (৪র্থ পর্যায়ের) ফলাফল প্রত্যাশীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রায় দেড় শতাধিক চাকরি প্রত্যাশী অংশ নেন।

এর আগে তিন দফা বাংলাদেশ ব্যাংকের গভর্নর কাছে স্মারকলিপি দেন তারা। একই দাবিতে গত ১ ও ৯ ফেব্রুয়ারি আরও দুই দফা মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে লিখিত বক্তব্যে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটি কর্তৃক প্রকাশিত সমন্বিত পাঁচ ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ কর্মকর্তা (জেনারেল) দুই হাজার ৫৭৪টি পদের বিপরীতে তিন দফায় (মেধা তালিকা ও দুটি প্যানেল) চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দেওয়া তথ্যমতে, মেধাতালিকা ও দুটি প্যানেল দেওয়ার পরও প্রায় ৪০০টির বেশি পদ এখনো শূন্য রয়েছে। সেসব শূন্যপদ পূরণের লক্ষ্যে পাঁচ ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠান এরই মধ্যে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ে তাদের চাহিদাপত্র পাঠিয়েছে। এ অবস্থায় আমরা তৃতীয় প্যানেল (৪র্থ পর্যায়) থেকে নিয়োগ দেওয়ার দাবি জানাই।

মানববন্ধনে অংশ নেওয়া ফল প্রত্যাশীরা বলেন, করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। এ নিয়োগে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের একটি বড় অংশ চাকরিতে আবেদনের বয়স সীমা শেষে হয়ে গেছে। ফলে তারা নতুন কোনো নিয়োগ পরীক্ষায় আবেদনের সুযোগ নেই। এমন অবস্থায় চাকরি প্রার্থীদের বয়স ও বৈশ্বিক মহামারি করানোভাইরাসের বিষয়টি বিবেচনা করে তৃতীয় প্যানেলের ফলাফল প্রকাশ করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের প্রতি আমরা আবেদন জানাই।

মানববন্ধনে বক্তারা বলেন, চাকরি প্রার্থীদের বয়স ও করোনার বিষয়টি বিবেচনা নিয়ে দ্রুততম সময়ে তৃতীয় প্যানেলের ফলাফল প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের সমসাময়িক অফিসার (ক্যাশ) ২৯/০৯/২০২১ তারিখে চতুর্থ পর্যায়ের প্যানেল প্রকাশ করছে ও ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি সোনালী ব্যাংকে মুক্তিযোদ্ধা কোটায় অফিসার ক্যাশ চতুর্থ পর্যায়ের পাঁচজনের ফলাফল প্রকাশ করা হয়। একই বছর প্রবাসী কল্যাণ ব্যাংকর এক্সিকিউটিভ অফিসার (সাধারণ) পদে পঞ্চম পর্যায়ে একজনের ফলাফল প্রকাশ করা হয়। আরও অন্যান্য নিয়োগে চতুর্থ ও পঞ্চম পর্যায়ের ফলাফল প্রকাশ হয়েছে। কিন্তু আমাদের ৪০০টির বেশি পদ এখনো শূন্য থাকলেও প্যানেল নিয়োগের কার্যক্রম অগ্রসর হচ্ছে না।

মানববন্ধন থেকে তিন সদস্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গভর্নরের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি