রোববার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার হয়।
আবির একই গ্রামের মো. সুজন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আবির শনিবার (১২ মার্চ) বিকেলে স্থানীয় শিশুদের সঙ্গে বাড়ির পাশের মাঠে খেলা করছিল। সন্ধ্যায় ফিরে না আসায় বাবা-মাসহ পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে রাত ১০টার দিকে স্থানীয় একটি পুকুরের কাছে আবিরের জামাকাপড় পড়ে থাকতে দেখেন তারা। সন্দেহ হলে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু তারা শিশুটিকে উদ্ধার করতে পারেনি। পরে রোববার সকাল ৮টার দিকে জেলেরা পুকুরে জাল ফেলে শিশুটির লাশ উদ্ধার করে।
আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার শেখ বলেন, জেলে ও স্থানীয়দের সহায়তায় পুকুর থেকে আবির নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে বলে শুনেছি। আমি ঢাকায় ছিলাম। মাত্র এসেছি। আমি দ্রুত সেখানে যাচ্ছি।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রহমান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে শনিবার রাত ১০টায় আমাদের একটি দল সেখানে যাই। পরে রাত সাড়ে ১০টার দিকে তারা ফিরে আসে। আমাদের ডুবুরি না থাকায় উদ্ধার তৎপরতা চালাতে পারিনি। সকালে ডুবুরি আসার আগেই লাশ পাওয়া গেছে বলে জানতে পারি।