8194460 চুরি করে ২৫ লাখ টাকার মালিক গৃহকর্মী - OrthosSongbad Archive

চুরি করে ২৫ লাখ টাকার মালিক গৃহকর্মী

চুরি করে ২৫ লাখ টাকার মালিক গৃহকর্মী
gitaপশ্চিমবঙ্গে লাখপতি এক গৃহকর্মীর সন্ধান পেয়েছে পুলিশ। শুধু টাকাই নয়, ২৫ লাখ টাকা মূল্যমানের গয়না ও একটি গাড়িও রয়েছে তার। পুলিশের ধারণা, বিভিন্ন বাসাবাড়িতে কাজের ফাঁকে চুরি করে এসব টাকা ও গহনার মালিক হয়েছেন তিনি।

নাম গীতা হালদার। কলকাতা শহরের বেহালার পর্ণশ্রী এলাকার বাসিন্দা তিনি। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় তাকে।

পুলিশ জানায়, বেহালার পর্ণশ্রীর বাসিন্দা স্নেহাংশু ভট্টাচার্যের বাড়ি থেকে সম্প্রতি বেশ কিছু গহনা, টাকা এবং মূল্যবান জিনিসপত্র চুরি হয়। স্নেহাংশু ভট্টাচার্য থানায় অভিযোগ করলে তদন্তে নেমে পুলিশ ওই বাড়ির পরিচারিকা গীতার কথা জানতে পারে।

বৃহস্পতিবার রাতে গ্রেফতারের পর গীতার আসল চেহারা ধরা পড়ে। বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করে ইতোমধ্যেই ২৫ লাখ টাকার গহনার মালিক হয়েছেন তিনি। তবে সবটাই হাত সাফাই করে।

গীতা প্রথমে চুরির ঘটনা অস্বীকার করেন। এরপর তার বিষয়ে খোঁজখবর শুরু করে পর্ণশ্রী থানা। জানা যায়, এর আগেও তার নামে অভিযোগ দায়ের হয়েছিল বিভিন্ন থানায়। যথেষ্ট তথ্যপ্রমাণ না মেলায় প্রতিবারই ছাড়াও পেয়ে যান।

এবার খুব সতর্ক হয়ে পর্ণশ্রী থানার নারী পুলিশ সদস্যরা জেরা করেন গীতাকে। তার ঘর থেকে এক এক করে ৯৬টি সোনার গহনা পাওয়া যায়। উদ্ধার হওয়া গহনার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

পুলিশের ধারণা, গীতার বাড়ি থেকে উদ্ধার হওয়া মোট জিনিসপত্রের মূল্য আরও অনেক বেশি। তিনি অন্য কোনো চক্রের সঙ্গে যুক্ত কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। সূত্র : আনন্দবাজার

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না