কারখানা খুলেই শ্রমিক ছাঁটাই শুরু

কারখানা খুলেই শ্রমিক ছাঁটাই শুরু
কারখানা খুলেই শ্রমিক ছাঁটাই শুরু করেছে চট্রগ্রামের জিরাত ফ্যাশন গার্মেন্টস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিবাদে কারখানার সামনে অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

ছাঁটাইয়ের প্রতিবাদে গত শনিবার প্রায় দুই শতাধিক শ্রমিক বায়েজিদ বোস্তামি মাজার সংলগ্ন এলাকায় কারখানার গেটের সামনে বিক্ষোভে অংশ নেন।

শ্রমিকরা জানান, এমন বিপদের দিনে এটা অমানবিক পদক্ষেপ। বন্ধ থাকায় দীর্ঘদিন পর শনিবার থেকে গার্মেন্ট খুলেছে। সকালবেলা সবাই কাজে যোগ দিতে আসে। কিন্তু কারখানার নিরাপত্তাকর্মীরা তাদের প্রবেশে বাধা দেয় । যাদের চাকরির মেয়াদ ৬ মাসের বেশি শুধু তাদের আলাদা করে ঢুকতে দেওয়া হচ্ছে।

আর যাদের চাকরির মেয়াদ ৬ মাসের একদিনও কম তাদের কাজে যোগ দিতে দেয়া হয়নি। পরে শ্রমিকরা গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, গত মার্চ মাসে ৮ থেকে ১০ জন কর্মী ছাঁটাই করা হয়েছিল এ কারখানায়। তারা অনেকেই বেতন পাননি। বকেয়া বেতনের জন্য আসছিলেন তারা। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা