মাস্তুল ফাউন্ডেশনের শিশুদের ঈদ উপহার দিয়েছে ‘লিটল এঞ্জ্যেল’

মাস্তুল ফাউন্ডেশনের শিশুদের ঈদ উপহার দিয়েছে ‘লিটল এঞ্জ্যেল’
মাস্তুল ফাউন্ডেশনকে সাথে নিয়ে প্রায় ৩০০ অধিক বাচ্চাকে ২০২২ সালের ঈদুল ফিতর উপলক্ষে উপহার দিচ্ছে “লিটল এঞ্জ্যেল”। সোমবার (২৫ এপ্রিল) মাস্তুল এতিমখানা প্রাঙ্গণে মাস্তুল এতিমখানাসহ এলাকার সদ্যজাত থেকে ১৬ বছর পর্যন্ত শিশুদের হাতে তুলে দেয়া হয় এই ঈদ উপহার। উপহার হিসেবে ছিলো পোশাক, এক্সেসারিজ, বিভিন্ন খেলনা এবং নবজাতকের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিটল এঞ্জ্যেল এবং সিগমাজ-এর বিজনেস হেড তানাজ বন্বী এবং তার মার্কেটিং টিম। একই সাথে উক্ত আয়োজনে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অফ অপারেশন, কাজী রায়হান রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ।

তানাজ বন্বী আয়োজন সম্পর্কে বলেন, প্রতি বছরই আমরা এ ধরনের আয়োজন করে থাকি। বিশেষ করে ঈদের সময় সুবিধাবঞ্চিতদের মুখে হাঁসি ফোটাতে আমাদের এই প্রচেষ্টা। মাস্তুল ফাউন্ডেশনের সাথে আমাদেই এই প্রথম আয়োজন, মাস্তুল এতিমখানার শিশুদের হাতে উপহারগুলো তুলে দিতে পেরে খুব ভালো লেগেছে।

মাস্তুল ফাউন্ডেশনের স্বত্বাধিকারী কাজী রিয়াজ রহমান লিটল এঞ্জ্যেল-এর এমন সুন্দর আয়োজনকে সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়ে বলেন, "সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে লিটল এঞ্জ্যেল-এর এই অসাধারণ আয়োজনের জন্য কৃতজ্ঞতা"।

উল্লেখ্য যে, লিটল এঞ্জ্যেল ২০১৫ সাল থেকে শিশু এবং বাচ্চাদের পণ্যের স্টোর হিসেবে কাজ করছে। একইসাথে প্রতিবছর সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রতিবছর আয়োজন করে বিনামূল্যে ঈদ উপহার বিতরণ প্রোগ্রাম। মাস্তুল ফাউন্ডেশন একটি অলাভজনক, সেবামূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। যা ২০১৩ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশু ও মানুষের জন্য কাজ করে আসছে। একইসাথে মাস্তুলের ফাউন্ডেশন যাকাত ফান্ডের মাধ্যমে গরীবদের স্বাবলম্বী করা, বিনামূল্যে গরীব শিক্ষার্থীদের জন্য স্কুল পরিচালনা, ছিন্নমূল শিশুদের বিনামূল্যে খাদ্য সরবরাহ এবং অনাথ ও এতিমদের জন্য শেল্টারহোম পরিচালনা করে আসছে। এছাড়াও করোনায় ও সাধারন মৃতদের দাফন-কাফন সেবা এবং দুঃস্থদের বিনামূল্যে এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা প্রদান করে আসছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন