এসএমইতে সূচকের পতন, কমেছে লেনদেনও

এসএমইতে সূচকের পতন, কমেছে লেনদেনও
টানা দ্বিতীয় দিনের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের স্মল ক্যাপিটাল প্লাটফর্মে (এসএমই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। বুধবার এসএমই প্লাটফর্মে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমেছে। আগের দিনের তুলনায় কমেছে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণও।

ডিএসইর দেওয়া তথ্য মতে, এসএমই প্লাটফর্মের সূচক ‘ডিএসএমইএক্স’ আজ ৩৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ১ হাজার ২০৩ পয়েন্টে।

বুধবার এসএমইতে মোট ৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন (মঙ্গলবার) লেনদেন হয়েছিল ৪ কোটি ৬০ লাখ টাকা।

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে মোট ১১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে এসএমইতে। এসব কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র তিনটি কোম্পানির, কমেছে ৭টির। বাকি একটি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

বুধবার এসএমই মার্কেটে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে স্টার এডহেসিভ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর আজ ১ টাকা ৬০ পয়সা বা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ ১৭ টাকা ৬০ পয়সা দরে শেয়ারটি লেনদেন হয়।

দরবৃদ্ধি পাওয়া অপর দুই কোম্পানির মধ্যে কৃষিবিদ সীডসের ২ দশমিক ৭ শতাংশ এবং নিয়ালকো অ্যালয়সের শেয়ারদর ০ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে।

এসএমই প্লাটফর্মে বুধবার সবচেয়ে বেশি কমেছে মাস্টার ফিড অ্যাগ্রোটেক লিমিটেডের শেয়ারের দর। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯০ পয়সা বা ৪ দশমিক ৮৯ শতাংশ হারিয়েছে।

আজ কৃষিবিদ ফিডের ৪ দশমিক ৩৪ শতাংশ এবং মামুন অ্যাগ্রোর শেয়ারদর ৪ দশমিক ২০ শতাংশ কমেছে।

এছাড়াও মোস্তফা মেটাল, অ্যাপেক্স ওয়েভিং, ওরিজা অ্যাগ্রো এবং বেঙ্গল বিস্কুট এদিন শেয়ারদর হারিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত