বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান সৌদি আরামকো

বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান সৌদি আরামকো
চলতি বছরের শুরুতেই ৩ লাখ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করে অ্যাপল। পুঁজিবাজারে অন্তর্ভুক্ত প্রথম কোনো প্রতিষ্ঠান হিসেবে বাজারমূল্য এমন উচ্চতায় ওঠে প্রযুক্তি জায়ান্টটির। সে সময় আইফোন নির্মাতাটির শেয়ারদরও সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়। তবে সে ধারা অব্যাহত থাকেনি। বেশ কিছুদিন ধরেই প্রযুক্তি খাতের শেয়ারদর নিম্নমুখী। অন্যদিকে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি এ-সম্পর্কিত প্রতিষ্ঠানের শেয়ারদর বাড়িয়ে তুলছে। এ অবস্থায় বাজারমূল্যের দিক থেকে অ্যাপলকে হটিয়ে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে সৌদি আরামকো।

আর্থিক বাজারের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান রিফিনিটিভ অনুসারে, সৌদি আরবের রাষ্ট্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস কোম্পানি সৌদি আরামকোর বাজারমূল্য বেড়ে ২ লাখ ৪২ হাজার কোটি ডলারে পৌঁছেছে। অন্যদিকে অ্যাপলের বাজারমূল্য কমে ২ লাখ ৩৭ হাজার কোটি ডলারে দাঁড়িয়েছে। যদিও বাজারমূল্য প্রায়ই ওঠানামা করে। এরই অংশ হিসেবে বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বৃহত্তম জ্বালানি তেল উৎপাদনকারী। সৌদি আরামকো এর আগে ২০১৯ সালেও একবার বাজারমূল্যের দিক থেকে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছিল। সেসময় সংস্থাটির বাজারমূল্য ২ লাখ কোটি ডলারের মাইলফলক স্পর্শ করেছিল।

সাম্প্রতিক সময়ে বিনিয়োগকারীরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা এ সম্পর্কিত শেয়ারগুলো বিক্রি করে দ্রুত বর্ধনশীল খাতে বিনিয়োগ করছেন। এরই ধারাবাহিকতায় বিটকয়েন ও অন্যান্য প্রধান ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল সম্পদগুলোর বাজারমূল্য উলম্বভাবে পতন অব্যাহত রয়েছে। বুধবার নিউইয়র্ক পুঁজিবাজারে অ্যাপলের শেয়ারদর ৫ শতাংশেরও বেশি কমেছে। লেনদেন শেষে প্রযুক্তি প্রতিষ্ঠানটির বাজারমূল্য ২ লাখ ৩৭ হাজার কোটি ডলারে নেমে আসে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সংস্থাটির শেয়ারদর কমেছে প্রায় ২০ শতাংশ।

এমনকি প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা পাওয়ার পরও সংস্থাটির শেয়ারদর ঊর্ধ্বমুখী হয়নি। প্রবল ভোক্তা চাহিদায় চলতি বছরের প্রথম প্রান্তিকে শক্তিশালী মুনাফা পেয়েছে সংস্থাটি। তবে অ্যাপল সতর্ক করেছে, চীনে কভিডজনিত লকডাউন ও চলমান সরবরাহ ব্যবস্থার প্রতিবন্ধকতা দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) মুনাফায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। ফলে বিনিয়োগকারীরা জ্বালানি প্রতিষ্ঠানগুলোয় বিনিয়োগ বাড়াচ্ছে। এতে বেড়ে গেছে সৌদি আরামকোর শেয়ারদরও। চলতি বছর সংস্থাটির শেয়ারদর বেড়েছে প্রায় ২৭ শতাংশ। সবমিলিয়ে দুই বছর পর পুনরায় শীর্ষস্থান ফিরে পেয়েছে সংস্থাটি।

এদিকে মহামারীর বিপর্যয় কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের এ সময়ে জ্বালানির চাহিদা ঊর্ধ্বমুখী রয়েছে। আবার ইউক্রেনে রুশ আগ্রাসন জ্বালানি বাজারে অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে। ফলে বেড়ে গেছে দামও। এ কারণে গত বছর আরামকোর মুনাফা ১২৪ শতাংশ বেড়ে ১১ হাজার কোটি ডলারে পৌঁছেছিল। যেখানে ২০২০ সালে সংস্থাটির মুনাফার পরিমাণ ছিল ৪ হাজার ৯০০ কোটি ডলার। সূত্র: বিবিসি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না