8194460 ইতালিতে করোনাভাইরাসে মৃত্যু ৩০ হাজার ছাড়াল - OrthosSongbad Archive

ইতালিতে করোনাভাইরাসে মৃত্যু ৩০ হাজার ছাড়াল

ইতালিতে করোনাভাইরাসে মৃত্যু ৩০ হাজার ছাড়াল
ইতালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সর্বশেষ হিসাবে ৩০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইতালিতে মৃতের সংখ্যা সর্বোচ্চে পৌছঁল।

বিবিসি জানায়, শুক্রবার ইতালি নতুন ২৪৩ জনের মৃত্যুর খবর জানিয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ২০১ জনে।

আর নতুন ১ হাজার ৩২৭ জন আক্রান্ত নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২১৭,১৮৫ জনে দাঁড়িয়েছে।

বিশ্বে সরকারি হিসাবে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পরই ইতালির অবস্থান।

যুক্তরাজ্যে গত বুধবার মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। স্পেন ২৬ হাজারের বেশি মৃত্যু নিয়ে ইউরোপে তৃতীয় অবস্থানে আছে।

ফেব্রুয়ারিতে ইউরোপে করোনাভাইরাস হানা দেওয়ার পর ইতালিই প্রথম লকডাউন জারি করেছিল। এখন দেশটি লকডাউন শিথিল করতে শুরু করেছে। যদিও স্কুল, সিনেমাহল, দোকান, বার রেস্টুরেন্ট এখনো বন্ধ রাখা হচ্ছে এবং জনমসমাগমেও নিষেধাজ্ঞা রয়েছে।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ইতালিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। শুক্রবার ইতালিতে নতুন ২৪৩ জনের মৃত্যু হলেও এর আগের দিনের চেয়ে তা কম। বৃহস্পতিবার মৃতের সংখ্যা ছিল ২৭৪।

আবার দৈনিক আক্রান্তের দিক দিয়েও বৃস্পতিবারের ১,৪০১ জনের তুলনায় শুক্রবার কম সংখ্যক (১,৩২৭) মানুষ করোনাভাইরাস আক্রান্ত হয়েছে।

কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীনে থাকা রোগীর সংখ্যাও দিন দিন কমছে।ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকা রোগীর সংখ্যা বৃহস্পতিবারের ১,৩১১ থেকে শুক্রবার কমে হয়েছে ১,১৬৮ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না