লুহানস্কের ৯৫ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া

লুহানস্কের ৯৫ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া
ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল লুহানস্কের ৯৫ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী।

রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত জাভেজদা টিভি চ্যানেল এই তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বাহিনী এখনও সেভেরোদোনেৎস্ক এবং লাইসিচানস্ককে ধরে রেখেছে।

এর আগে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনী লুহানস্কের সেভারোদনেৎস্ক শহরে বড় ধরনের হামলা শুরু করেছে। লুহানস্কে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সবশেষ অঞ্চলের মধ্যে সেভারোদনেস্ক একটি।

এ ছাড়া লুহানস্কের গভর্নর সেরহেই গাইদাই বলেন, রাশিয়ার সেনাবাহিনী সেভারোদনেস্কে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। যুদ্ধের এই প্রথম ধাপে তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়। ২৯ এপ্রিল দ্বিতীয় ধাপের যুদ্ধের ঘোষণা দেয় রাশিয়া। এ ধাপের যুদ্ধের লক্ষ্য ইউক্রেনের দক্ষিণ ও পুরো দোনবাস দখল। এসব অঞ্চলের দখল পেলে যুদ্ধজয়ের দাবি করবে রাশিয়া। রুশ আগ্রাসনে ৬০ লাখ ইউক্রেন নাগরিক দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া