বাংলাদেশ সময় সোমবার বিকালে এশিয়ার আরেক দেশ জাপানের বিপক্ষে মাঠে নামবে সেলেকাওরা।
সেই ম্যাচের জন্য নিজেদের ঝালিয়ে নিয়ে রোববার অনুশীলনে নামেন ব্রাজিলের খেলোয়াড়রা।
আর সেখানেই ঘটল এই মারামারির ঘটনা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ব্রাজিল দলের দুই সেরা তারকা ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসনের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটেছে। অনুশীলনের মাঝে তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এর পর এভারটন স্ট্রাইকার রিচার্লিসন তেড়ে এসে রিয়াল উইঙ্গার ভিনিসিয়াসের জার্সির কলার চেপে ধরেন।
তাদের এমন কাণ্ডে হতবাক হয়ে যান ব্রাজিল দলের সেরা তারকা নেইমার জুনিয়র। তিনি ছুটে আসেন ঝগড়া থামাতে। লুকাস পাকুয়েতা ও বার্সেলোনার রাইট-ব্যাক দানি আলভেসেও দৌড়ে আসেন।
কিন্তু রিচার্লিসন এতই ক্ষুব্ধ ছিলেন যে নেইমারের মতো সিনিয়র তারকার কথাও মানছিলেন না। উল্টো আরও আগ্রাসী হয়ে ওঠেন। নেইমারের হাত ছাড়িয়ে ভিনিসিয়াসের গলা চেপে ধরেন রিচার্লিসন।
এদিকে এ মারামারির কিছু ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল, যা দেখে হতাশ ব্রাজিল সর্মথকরা। এ সুযোগে দলটিকে নিয়ে ট্রল, মিমে মেতেছেন কেউ কেউ, যা ব্রাজিল সমর্থকদের হজম করা ছাড়া উপায় নেই।