এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভাড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাছের উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল আলম, সোহেল শেখ (ইনভেস্টর), বিল্পব চন্দ্র দাস (ইনভেস্টর), মোঃ আলাউদ্দিন (ইনভেস্টর), মোঃ এনামুল হক সবুজ (ইনভেস্টর)। আরো উপস্থিত ছিলেন স্বপ্নের হেড অব বিজনেস এক্সপেনশন মো. শামছুজ্জামান ও রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ এস এম কাজিম।
‘স্বপ্ন’র রিটেইল এক্সপ্যানশন বিভাগের পরিচালক সামসুদ্দোহা শিমুল বলেন, আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে এখানকার মানুষ স্বপ্নতে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে এ আউটলেটে।
নতুন এই আউটলেটের ঠিকানা : হাউজঃ ০১, রোডঃ ০১, অলিনগর পারভীন কমিউনিটি সেন্টার, তেল ঘাট দক্ষিন কেরানীগঞ্জ ।
আউটলেটের উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য রয়েছে মাসব্যাপী আকর্ষণীয় অফার। থাকছে হোম ডেলিভারি সেবা।