পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও সুইডেনের রাষ্ট্রদূত চারলতা স্লাইটার উপস্থিত ছিলেন।
চিকিৎসাসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী করোনার কারণে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ক্রয়াদেশ বাতিল না করায় এইচঅ্যান্ডএম কোম্পানিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ক্ষেত্রে সুইডেনের এ প্রতিষ্ঠান আদর্শ স্থাপন করেছে এবং অন্যান্য প্রতিষ্ঠানেরও উচিত তাদের মডেল অনুসরণ করা।
ড. মোমেন গত এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইডেনের প্রধানমন্ত্রীর টেলিফোনের আলাপের বিষয়টি উল্লেখ করে বলেন, উভয় দেশ করোনার প্রভাব মোকাবেলায় একসঙ্গে কাজ করে যেতে চায়।
সুইডেনের রাষ্ট্রদূত বলেন, সুইডেন সবসময় বাংলাদেশের পাশে আছে এবং এখন সুইডেনের প্রতিষ্ঠানগুলোও একই পথ অনুসরণ করছে। তিনি করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।