এছাড়া অন্যান্য সময় ব্যাংকের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরী ও মোহাম্মদ আসাদউল্লাহ ত্রাণ বিতরণকালে র্ভাচুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন। সিলেট বিভাগীয় কার্যালয়ের জিএম মোঃ আব্দুল ওয়াদুদের তত্ত্বাবধানে ব্যাংকের ত্রাণ বিতরন কার্যক্রম ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত পরিচালিত হয়।
সুনামগঞ্জ সদরের হাওড় বেষ্টিত মোহনপুর ইনিয়নের উজান রামনগর, রহমতপুর, নোয়াগাঁও ও মোড়ারবন্দ গ্রাম, মুল্লাপাড়া ইউনিয়নের সরদাবাজ, বলাউরা, দরিয়াবাজ গ্রাম ও বুরহান নগর ইউনিয়নের মাইজবাড়ি, ব্রাক্ষন পাড়াসহ আরও কয়েকটি গ্রাম, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া, জয়কলস, তেঘারিয়া গ্রাম ও সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের শিমুলিয়া আশ্রায়ণ প্রকল্প ও লম্বাকান্দি গ্রাম ও সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ধনপুর, গোবিন্দপুর, জাঙ্গাইল গ্রাম এবং গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই, মেহেরপুর, বসন্তপুর, কালিকৃষ্ণপুর গ্রামসহ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের অসহায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরন করা হয়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান, পরিচালকবৃন্দ ও ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও এর ব্যক্তিগত তহবিল এবং ব্যাংকের সিএসআর কার্যক্রমের আওতায় এ ত্রাণ বিতরণ কর্মসূচী পরিচালিত হয়।