গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, বিশেষ গ্রেডের পেট্রোল (৯৮ অকটেন) প্রতি লিটার ৪ দশমিক ০৩ দিরহামে পাওয়া যাবে। জুলাই মাসে এ তেলের প্রতি লিটারের দর ছিল ৪ দশমিক ৬৩ দিরহাম। অর্থাৎ জুলাইয়ের তুলনায় আগস্টে প্রতি লিটার বিশেষ গ্রেডের পেট্রোলের দাম ০ দশমিক ৬০ দিরহাম বা ১২ দশমিক ৯৫ শতাংশ কমেছে।
প্রতি লিটার সুপার গ্রেড (৯৫ অকটেন) ০ দশমিক ৫৯ দিরহাম বা ১৩ দশমিক ২৭ শতাংশ কমানো হয়েছে। ফলে প্রতি লিটার সুপার গ্রেড ৩ দশমিক ৯৩ দিরহামে পাওয়া যাবে।
একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে কম মূল্যের পেট্রোল ই-প্লাস গ্যাসোলিন (৯১ অকটেন) প্রতি লিটার ৩ দশমিক ৮৪ দিরহামে পাওয়া যাবে, জুলাইয়ে এই গ্রেডের প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৪ দশমিক ৭৪ দিরহাম।
এছাড়া প্রতি লিটার ডিজেল পাওয়া যাবে ৪.১৪ দিরহামে, জুলাই মাসে যার দর ছিল ১৪.৭৬ দিরহাম।