জ্বালানির দাম কমালো আরব আমিরাত

জ্বালানির দাম কমালো আরব আমিরাত
জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ‘জ্বালানি দর নির্ধারণ কমিটি’। এর মধ্যে ডিজেলের দাম ১৩ দশমিক ০২ শতাংশ এবং ই-প্লাস পেট্রোলের দাম ১৮ দশমিক ৯৮ শতাংশ কমানো হয়েছে। আজ সোমবার (১ আগস্ট) থেকে দেশটিতে জ্বালানির নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে গালফ নিউজ।

গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, বিশেষ গ্রেডের পেট্রোল (৯৮ অকটেন) প্রতি লিটার ৪ দশমিক ০৩ দিরহামে পাওয়া যাবে। জুলাই মাসে এ তেলের প্রতি লিটারের দর ছিল ৪ দশমিক ৬৩ দিরহাম। অর্থাৎ জুলাইয়ের তুলনায় আগস্টে প্রতি লিটার বিশেষ গ্রেডের পেট্রোলের দাম ০ দশমিক ৬০ দিরহাম বা ১২ দশমিক ৯৫ শতাংশ কমেছে।

প্রতি লিটার সুপার গ্রেড (৯৫ অকটেন) ০ দশমিক ৫৯ দিরহাম বা ১৩ দশমিক ২৭ শতাংশ কমানো হয়েছে। ফলে প্রতি লিটার সুপার গ্রেড ৩ দশমিক ৯৩ দিরহামে পাওয়া যাবে।

একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে কম মূল্যের পেট্রোল ই-প্লাস গ্যাসোলিন (৯১ অকটেন) প্রতি লিটার ৩ দশমিক ৮৪ দিরহামে পাওয়া যাবে, জুলাইয়ে এই গ্রেডের প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৪ দশমিক ৭৪ দিরহাম।

এছাড়া প্রতি লিটার ডিজেল পাওয়া যাবে ৪.১৪ দিরহামে, জুলাই মাসে যার দর ছিল ১৪.৭৬ দিরহাম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না