রোববার (৩১ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন দিয়ে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।
১৯৯৬ সালে আন্তর্জাতিক যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড। এর পরের বছর ১৯৯৭ সাল থেকে কার্যক্রম শুরু করে।
২০০৮ সালে ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের (আইপিও) মাধ্যমে ৫০ কোটি টাকা মূলধন উত্তোলন করে কোম্পানিটি। ডিবিএইচ রিয়েল এস্টেট খাতে অর্থায়নের একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। বিশেষজ্ঞ এবং রিয়েল এস্টেট ফাইন্যান্সের বৃহত্তম প্রতিষ্ঠানটির অনুমোদিত মুলধন ২০০ কোটি টাকা এবং পরিশোদিত মূলধন ১৯৫ কোটি টাকা।