এনটিভি অনলাইনের সাংবাদিককে হুমকির ঘটনায় থানায় জিডি

এনটিভি অনলাইনের সাংবাদিককে হুমকির ঘটনায় থানায় জিডি
এনটিভি অনলাইনে কর্মরত সাংবাদিক এম এ নোমানকে হুমকির ঘটনায় থানায় সাধারণ সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। রোববার (৭ আগস্ট) যাত্রাবাড়ি থানায় জিডি করেন তিনি।

জিডিতে উল্লেখ করা হয়, শনিবার দিনগত রাত ১২টা ৮ মিনিটে তাঁর মুঠোফোনে ০১৯৮৬০৪৩২৩১ থেকে কল আসে। রিসিভ করতেই তাঁকে হুমকি-ধামকি দেওয়া হয়। পরিচয় জানতে চাইলে ওপাশ থেকে বলা হয়, ‘তোর হাড়গোড় গুঁড়া করে ফেলব। তুই বাসা থেকে বের হবি তো, তখন বুঝবি।’

এ সময় সাংবাদিক নোমান ওই ব্যক্তির কাছে কী কারণে হুমকি দিচ্ছেন জানতে চেষ্টা করেন এবং আবারও তাঁর পরিচয় জানতে চান। কিন্তু, হুমকিদাতা পরিচয় গোপন রেখে আরও উত্তেজিত হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একই সঙ্গে চিৎকার করে বলতে থাকেন, ‘সময়মতো আমারে চিনবি। তখন তুই বুঝতে পারবি, আমি কে।’ এরপর লাইন কেটে দেন।

এই সাংবাদিক বলেন, এমন হুমকিতে আমি, আমার সন্তানরাসহ পরিবারের সবাই চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনকে বিষয়টি জানিয়ে থানা জিডি করেছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

থাইল্যান্ডে সিকদার পরিবারের ১৩৩ কোটি টাকার সম্পদ অবরুদ্ধের আদেশ
এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরান হত্যা মামলায় গ্রেফতার
দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ পৃথক করলো সরকার
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান
ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যানের পরিবারের ১৪৬ হিসাব খতিয়ে দেখবে দুদক
বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ
হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ
শেখ হাসিনার বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ