জিডিতে উল্লেখ করা হয়, শনিবার দিনগত রাত ১২টা ৮ মিনিটে তাঁর মুঠোফোনে ০১৯৮৬০৪৩২৩১ থেকে কল আসে। রিসিভ করতেই তাঁকে হুমকি-ধামকি দেওয়া হয়। পরিচয় জানতে চাইলে ওপাশ থেকে বলা হয়, ‘তোর হাড়গোড় গুঁড়া করে ফেলব। তুই বাসা থেকে বের হবি তো, তখন বুঝবি।’
এ সময় সাংবাদিক নোমান ওই ব্যক্তির কাছে কী কারণে হুমকি দিচ্ছেন জানতে চেষ্টা করেন এবং আবারও তাঁর পরিচয় জানতে চান। কিন্তু, হুমকিদাতা পরিচয় গোপন রেখে আরও উত্তেজিত হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একই সঙ্গে চিৎকার করে বলতে থাকেন, ‘সময়মতো আমারে চিনবি। তখন তুই বুঝতে পারবি, আমি কে।’ এরপর লাইন কেটে দেন।
এই সাংবাদিক বলেন, এমন হুমকিতে আমি, আমার সন্তানরাসহ পরিবারের সবাই চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনকে বিষয়টি জানিয়ে থানা জিডি করেছি।