বৃষ্টি বাড়ায় শনিবার (৬ আগস্ট) দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ দূর হয়। তবে রোববার বৃষ্টি কমে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওাবিদরা।
শনিবার ভোর ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে। এ সময়ে দেশের বেশির ভাগ স্থানেই বৃষ্টি হয়। ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টি হয়। দেশে সর্বোচ্চ তাপমাত্রা নেমেছে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে, শনিবার কুমিল্লায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
তবে রোববার সকাল থেকে ঢাকার আকাশ অনেকটাই রোদেলা। তবে মাঝে মধ্যেই মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে সূর্য।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।