গত ২ আগস্ট ঢাকার এনবিআর অফিসে এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ আব্দুল ওহাব মিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে একটি ক্রেস্ট ও একটি সার্টিফিকেট তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার, ট্যাক্স অ্যাডমিন শাহীন আক্তার। সেখানে আরও উপস্থিত ছিলেন বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার মোঃ ইকবাল হোসেন এবং এনবিআরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব রেগুলেটরি রিপোর্টিং অ্যান্ড ট্যাক্সেশন সৈয়দ বশীর আলী।
একটি মূল্যবোধভিত্তিক প্রতিষ্ঠান হিসাবে, ট্যাক্স কম্প্লায়েন্স ব্যাংকের সাথে একাত্ম হয়ে আছে। এলটিইউ’র সদস্য হিসেবে ব্র্যাক ব্যাংক দীর্ঘদিন ধরে সরকারের রাজস্বে উল্লেখযোগ্য অবদান রেখে জাতীয় উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে।
ব্র্যাক ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন এই স্বীকৃতি সম্পর্কে বলেন— “সুশাসন, পরিপালন, নৈতিকতা এবং স্বচ্ছতা আমাদের ব্যবসায়িক মডেলের স্তম্ভ। ট্যাক্স কমপ্লায়েন্স আমাদের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে একটি কারণ, আমরা কঠোরভাবে স্থানীয় এবং আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মেনে চলি। আমাদের লক্ষ্য দেশে ট্যাক্স কম্প্লায়েন্সে একটি আদর্শ প্রতিষ্ঠান হওয়া। ব্র্যাক ব্যাংক-কে এই মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত করায় আমরা এনবিআর-কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”