নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭৭ জন

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭৭ জন
নোয়াখালীতে এক দিনে সর্বোচ্চ ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৫২ জন। এর মধ্যে বেগমগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এক জন মারা গেছে। মোট মৃত্যু হয়েছে ৫ জনের।

শনিবার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।

তিনি বলেন, গত ২১ ও ২২ মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ২২ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৩০০ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক এক ব্যক্তিকে ঢাকায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি আরও বলেন, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। নোয়াখালীর ৩৫২ জনের মধ্যে উপজেলা ভিত্তিক বেগমগঞ্জে উপজেলায় সর্বোচ্চ ১৭৮ জন, সদরে ৪১ জন, চাটখিলে ২৬, সোনাইমুড়ীতে ১৮, কবিরহাটে ৫৪ জন, কোম্পানীগঞ্জে ৭ জন, সেনবাগে ১১ জন, হাতিয়া ৬ জন ও সুবর্ণচরে ১১ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট