তারা হচ্ছেন- মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. খলিলুর রহমান (৪৫), গৃহকর্মী থোয়াই চু প্রু মারমা ও পৌর মহিলা আওমী লীগের সাধারণ সম্পাদক এমিচিং মারমা।
এদের মধ্যে খলিলুর রহমান ও এমিচিং মারমা নিজ বাসায় আছেন। সোমবার বান্দরবান সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হবে। থোয়াই চু প্রু মারমা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে তিন দিন ধরে ভর্তি আছে।
বান্দরবান সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বলেন, 'গত ৩ জুন স্পেশালভাবে তাদের নমুনা সংগ্রহ করে কক্সবাজার ল্যাবে পাঠানো হয় এবং রবিবার তাদের পজিটিভ রেজাল্ট এসেছে।'
এরআগে, শনিবার (৬ জুন) কক্সবাজার ল্যাব থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির রেজাল্ট পজিটিভ আসে। রবিবার সকালে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।