মৃতের সংখ্যা ১ লাখ ১০ হাজার ছাড়াল যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের গতি কিছুটা কমলেও থেমে নেই মৃত্যুর মিছিল। ইতোমধ্যেই দেশটিতে মোট মৃতের সংখ্যা ১ লাখ ১০ হাজার ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যাও ২০ লাখ ছুঁই ছুঁই করছে। তবে সংক্রমণের দিক থেকে শীর্ষে থাকলেও মৃত্যুহারে বেশ পিছিয়েই রয়েছে তারা।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৫০৩ জন। আক্রান্ত ১৯ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ লাখেরও বেশি মানুষ।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জুন মাসের এই কয়দিনে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে এক হাজারের মতো প্রাণহানি হয়েছে। এপ্রিলের বেশ কয়েকদিন টানা দুই হাজারের বেশি মৃত্যু দেখেছিল দেশটি। সেই তুলনায় বর্তমানে মৃত্যুহার কিছুটা কমেছে।

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। আলাবামা, সাউথ ক্যারোলিনা ও ভার্জিনিয়ায় এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।

রয়টার্সের হিসাবে, সর্বোচ্চ করোনা সংক্রমিত শীর্ষ ২০ দেশের মধ্যে মৃত্যুহারে ৮ম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে প্রতি ১০ হাজার মানুষের মধ্যে মৃত্যুর হার ৩ দশমিক ৩। প্রতি ১০ হাজারে আটজনের মৃত্যু নিয়ে সবার শীর্ষে বেলজিয়াম। এরপরেই রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, স্পেন, ইতালি ও সুইডেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া