চিকিৎসাসামগ্রীর কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান

চিকিৎসাসামগ্রীর কৃত্রিম সংকট তৈরি না করার আহ্বান
করোনাভাইরাসের এই মহামারীকালীন সাধারণ ওষুধসহ বিভিন্ন ধরনের সুরক্ষাসামগ্রীর কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যবসায়ীদের প্রতি এ আহ্বান জানিয়েছেন তিনি।

চেম্বার সভাপতি বলেন, ব্যবসা একটি মহান পেশা। দেশের এই কঠিন সময়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার উচিত সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করা। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এই সংকটকালেও মানবিকতা ভুলে গিয়ে মানুষের প্রয়োজনকে জিম্মি করে খুব সহজলভ্য ওষুধেরও কৃত্রিম সংকট তৈরি করে তিন-চার গুণ বেশি দামে বিক্রি করছে অতিরিক্ত মুনাফা লাভের আশায়।

শুধু ওষুধ ব্যবসায়েই নয়, বিভিন্ন খাতে ব্যবসায়ীদের মাঝে এ প্রবণতা লক্ষ করা যাচ্ছে। মানুষের বিপদকে পুঁজি করে মুনাফা আদায় মানবতাবিবর্জিত ও অপরাধ। এছাড়া সাধারণ জনগণকে অপ্রয়োজনে আতঙ্কিত না হয়ে কোনো প্রকার ডাক্তারের পরামর্শ বা চিকিৎসাপত্র ব্যতীত ওষুধ না ক্রয়েরও আহ্বান জানান তিনি।

এই মহামারীর মাঝেও সব পরিস্থিতি মোকাবেলা, সংক্রমণ রোধে জনগণের জীবনযাত্রার নিয়ন্ত্রণ, সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে একদম সামনে থেকে নেতৃত্ব প্রদান ও কাজ করায় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন চেম্বার সভাপতি। সব অসাধু তত্পরতা, সিজনাল ব্যবসায়ী ও অতি মুনাফালোভী ব্যবসায়ীদের প্রতিরোধে নজরদারি বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি