প্রাতিষ্ঠানিক বিনিয়োগে করহারে ছাড় চেয়েছে বিএসইসি

প্রাতিষ্ঠানিক বিনিয়োগে করহারে ছাড় চেয়েছে বিএসইসি
পুঁজিবাজারের স্বার্থে প্রাতিষ্ঠানিক বিনিয়োগে অনুপ্রাণিত করার জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সরকারের কাছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মূলধনি আয় বা ক্যাপিটাল গেইনের ওপর করছাড়ের জন্য আবেদন করেছে। সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি জানা গেছে।

বর্তমানে স্থানীয় বিনিয়োগকারীদের তালিকাভুক্ত শেয়ার ক্যাপিটাল গেইনের ওপর কোনো কর দিতে হয় না। কিন্তু অন্যান্য বিনিয়োগকারীকে দিতে হয়। তাই প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও সক্ষমতা অন্যান্য দেশের তুলনায় কম। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে করহার ১০ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ নির্ধারণের অনুরোধ জানিয়েছে কমিশন। এতে পুঁজিবাজারের গভীরতা বাড়ার পাশাপাশি লেনদেনের পরিমাণ বাড়বে বলে মনে করছে সংস্থাটি।

অন্যদিকে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ানোর জন্য বর্তমান করহার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে বিএসইসি।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম কর্তৃক স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়েছে, ব্যাংক, বিমা এবং এনবিএফআই ব্যতীত অন্য কোনো আর্থিক সংস্থা যদি তার দীর্ঘমেয়াদি মূলধনের কমপক্ষে অর্ধেক করপোরেট বন্ড ইস্যু করার মাধ্যমে সংগ্রহ করে, তাহলে আমরা তাদের করপোরেট করের হার পাঁচ শতাংশ কমাতে অনুরোধ করছি।

এছাড়া বিএসইসি সরকারকে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার থেকে নগদ লভ্যাংশ আয়ের উৎসে কর কমানোর জন্য বিবেচনা করতে অনুরোধ করেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি