সিঙ্গাপুরে সুস্থ হওয়া করোনা রোগীর সংখ্যা বাড়ছে

সিঙ্গাপুরে সুস্থ হওয়া করোনা রোগীর সংখ্যা বাড়ছে
সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬৫৫ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন৷ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬৫৩২ জন যা মোট আক্রান্তের ৬৮ ভাগ৷

১০ জুন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যে, সিঙ্গাপুরে নতুন ৪৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৮৯৬৫ জন।

বুধবার আক্রান্তদের মধ্যে ৩ সিঙ্গাপুরিয়ান। ৪ জন ওয়ার্ক পাশ হোল্ডার (যারা ডরমেটরির বাইরে থাকেন)। বাকি ৪৪৪ জন ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমেটরিতে বাস করেন।

সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। আরও ৯ জনের মৃত্যু হয়েছে যাদের করোনা পজিটিভ ছিল কিন্তু তাদের মৃত্যু করোনাভাইরাসে নয় বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

২২৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ১২১৮৫ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না