বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথনের ৫ম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত

বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথনের ৫ম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
বাংলাদেশের ন্যাশনাল অ্যাপস্টোর বিডিঅ্যাপস আয়োজিত মোবাইল অ্যাপ্লিকেশন প্রতিযোগিতা, বিডিঅ্যাপস ন্যাশনাল হ্যাকাথন ২০২২-এর আঞ্চলিক পর্ব শুরু হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পঞ্চম আঞ্চলিক হ্যাকাথন অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছে গাজীপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ নারায়ণগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইলসহ সমগ্র ঢাকা বিভাগের বাছাইকৃত দলগুলো।

হ্যাকাথনের ঢাকার পর্বে আয়োজন সহযোগী হিসেবে কাজ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব। হ্যাকাথনের এই পর্বে সর্বমোট ৭৫ টি টিম অংশগ্রহণ করে। এরমধ্যে, জাতীয় পর্বে ঢাকার প্রতিনিধিত্ব করার জন্য সেরা ৭ টি দলকে নির্বাচন করা হয়। দলগুলোর নাম লরেন ইপসাম, টিম এনইউবি , পথিক এনএসইউ, এজ ফ্লাই, ডিকোডার স্কোয়াড, পার্সিভিয়ারেন্স এবং অফটেক আইটি।

হ্যাকাথনটির ৫ম এ আঞ্চলিক পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবুল কাশেম মিয়া, বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কাজী হাসান রবিন, জামিয়ের সামস, এসএম বেলাল, নাহিদ হাসান, আব্দুল্লাহ আল মামুন, তালুকদার মোহাম্মদ সাব্বির, নাজিব রাফে , শাকিল আহমেদ, এ এম ইশতিয়াক সারোয়ার।



এছাড়াও উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের জেনারেল ম্যানেজার সালাহ উদ্দিন, ম্যানেজার রেজওয়ান আরেফিন, বিজনেস-এনগেজমেন্ট হেড মুহাম্মাদ আলতামিশ নাবিল, হ্যাকাথনটির প্রধান সমন্বয়ক মাহির আসেফ, বিডিঅ্যাপস ঢাকার কমিউনিটি ডেভলপার সুজাউর রহমান ইমন সহ আরো অনেকে। জাতীয় এই হ্যাকাথনের চুড়ান্ত পর্বের সেরা দশ দল পাবে সর্বমোট পাঁচ লক্ষ টাকা পুরস্কার যারমধ্যে চ্যাম্পিয়ন দল পাবে দুই লক্ষ টাকা।

উল্লেখ্য, বিডিঅ্যাপস, রবি আজিয়াটা লিমিটেডের একটি উদ্যোগ যেটি আইসিটি বিভাগ কর্তৃক বাংলাদেশের জাতীয় অ্যাপস্টোর হিসেবে স্বীকৃত হয়েছে। এটি সম্প্রতি কমিউনিটি এনগেজমেন্টে সেরা উদ্ভাবনের বিভাগে বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। বিডিঅ্যাপস এসডিজি অন্তর্ভুক্তিতে সেরা উদ্ভাবনের বিভাগে একটি সম্মানজনক পদক পেয়েছে। প্লাটফর্মটিতে বর্তমানে ৩০,০০০ ডেভেলপার রয়েছে যারা তৈরি করেছে ৫০,০০০ এর বেশী অ্যাপ্লিকেশন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন