হংকংয়ের বিশেষ সুবিধা বাতিল করলেন ট্রাম্প

হংকংয়ের বিশেষ সুবিধা বাতিল করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার এক নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে হংকংয়ের বিশেষ সুবিধা বাতিল করেছেন। চীন হংকংয়ের ওপর নিষ্পেষণমূলক জাতীয় নিরাপত্তা আইন চাপিয়ে দেয়ার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে চীন। সুত্র: বিবিসি ও রয়টার্স।

স্বাক্ষরিত আদেশ অনুযায়ী, এখন থেকে হংকং যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারমূলক অর্থনৈতিক সুবিধা থেকে বঞ্চিত হবে। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, হংকংয়ের জন্য আর কোনো বিশেষ অগ্রাধিকার ও অর্থনৈতিক সুবিধা থাকছে না। একই সঙ্গে বন্ধ থাকবে স্পর্শকাতর প্রযুক্তির রফতানিও। তিনি আরো বলেন, হংকংয়ের মানুষের বিরুদ্ধে আগ্রাসনমূলক পদক্ষেপের জন্য চীনকে কৈফিয়ত দিতে হবে। আর এ লক্ষ্যেই আমি আইনে ও একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছি। এখন থেকে হংকংকে আর চীনের থেকে আলাদা করে দেখা হবে না। চীন ও হংকং উভয়ের সঙ্গেই সম আচরণ করা হবে।

এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের কারণে বেইজিং পাল্টা মার্কিন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর প্রতিশোধমূলক নিষেধাজ্ঞা আরোপ করবে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, হংকংবিষয়ক সিদ্ধান্ত পুরোপুরি চীনের অভ্যন্তরীণ ব্যাপার। এক্ষেত্রে অন্য কোনো রাষ্ট্রের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।

তবে সমালোচকরা বলছেন, সম্প্রতি জারীকৃত নিরাপত্তা আইন ১৯৯৭ সালে চীনের সঙ্গে যুক্ত হওয়ার সময় হংকংকে প্রতিশ্রুত বহুবিস্তৃত বিশেষ স্বাধীনতায় আঘাত হানবে। অন্যদিকে আইনের সমর্থকরা বলছেন, সরকারবিরোধী সহিংস আন্দোলনের পর আইনটি হংকংয়ে স্থিতিশীলতা নিয়ে আসবে।

বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাসের সংক্রমণ ও এর উত্পত্তি নিয়ে আগে থেকেই মার্কিন-চীন সম্পর্ক তিক্ততার মধ্য দিয়ে যাচ্ছে। এছাড়া দক্ষিণ চীন সাগর ও উইঘুর মুসলিম প্রসঙ্গেও উভয় দেশের মধ্যে টানাপড়েন চলছে। এর আগে থেকে বিদ্যমান রয়েছে বাণিজ্যযুদ্ধ। এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্ত দেশ দুটির মধ্যকার সম্পর্কের আরো অবনতি ঘটাবে বলে মনে করা হচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না