আজ (২৬ সেপ্টেম্বর) থেকে পরবর্তী মেয়াদে তিনি তাঁর দায়িত্বে বহাল থাকবেন। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ১৪৮ তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন।
বিশিষ্ট শিল্পপতি আব্দুল কাদির মোল্লা ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকে উদ্যোক্তা পরিচালক হিসেবে রয়েছেন। গত এক বছরের দায়িত্ব পালন কালে তিনি ব্যাংকের খেলাপী ঋণ স্থিতিশীল রাখাসহ সকল আর্থিক সূচকে উন্নতি ঘটাতে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশনা ও পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন।
দেশের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির মোল্লা পোশাক ও বস্ত্র খাতের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান থার্মেক্স গ্রুপ লিমিটেড এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি মজিদ মোল্লা ফাউন্ডেশনের অধীনে আবদুল কাদির মোল্লা সিটি কলেজ, এন.কে.এম হাইস্কুল এন্ড হোমস, আব্দুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল ও পাঁচকান্দি ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। ব্যবসায়িক সফলতার পাশাপাশি সমাজসেবা, ধর্মীয় এবং স্বাস্থ্য সেবায় তার অবদান সর্বজন সমাদৃত।