মোনার্ক মার্ট পরিদর্শন করলেন বাটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ই-কমার্স পরিচালক

মোনার্ক মার্ট পরিদর্শন করলেন বাটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ই-কমার্স পরিচালক
বাটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ই-কমার্স পরিচালক ইন্দারপ্রীত সিং ইকমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের কর্পোরেট অফিস পরিদশর্ন করেছেন।

সোমবার (১০ অক্টোবর) মতিঝিল সিটি সেন্টারে অবস্থিত মোনার্ক মার্টের হেড অফিসে তাকে স্বাগত জানান মোনার্ক মার্টের হেড অফ কমিউনিকেশন তানবীরুল ইসলাম।

দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ঘণ্টাব্যাপী একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইন্দারপ্রীত সিং বলেন, ‘খুব দ্রুতই মোনার্ক মার্ট বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং বাটার সাথে পার্টনার হিসেবে একযোগে কাজ করে মানসম্মত ফুটওয়্যার পণ্য সর্বস্তরের গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে যাবে।’

আলোচনা চলাকালে মোনার্ক মার্টের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) সায়ন এম. আনজির হোসেন বলেন, ‘দেশের ই-কমার্স সেক্টরের সার্বিক উন্নতি এবং পরিপূর্ণ গ্রাহকসেবা নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নেই। তাই, বাটা বাংলাদেশ-এর সঙ্গে আমাদের পারস্পরিক সমঝোতা গ্রাহকদের সেরা অভিজ্ঞতা প্রদান করতে সহায়ক হবে বলে আমার বিশ্বাস।’

মোনার্ক মার্টের পক্ষ থেকে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন হেড অফ বিজনেস জনাব মাহাদী হাসান এবং বিজনেস ডেভেলাপমেন্ট ম্যানেজার নাজিয়া রশিদ। বাটা বাংলাদেশ-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব রাজিব জাহান ফেরদৌস, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিজনেস লিড এবং জনাব মোঃ মারুফুজ্জামান, ই-কমার্স অপারেশনস ম্যানেজার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি