কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে ব্যাংকিং সেবা দেবে ব্র‌্যাক ব্যাংক

কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে ব্যাংকিং সেবা দেবে ব্র‌্যাক ব্যাংক

এজেন্ট ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।





এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র‌্যাক ব্যাংক জানায়, এই চুক্তির আওতায় এখন থেকে কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা ভর্তি ও অন্যান্য ফি’র টাকা ব্র্যাক ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে পারবেন।





এ ছাড়া প্রতিষ্ঠানটির বিদেশগামী প্রশিক্ষণার্থীদের ও তাদের নমিনিদের অ্যাকাউন্ট খোলা যাবে, যাতে তাঁরা বৈধভাবে দেশে টাকা পাঠাতে পারেন। এই প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে উল্লেখযোগ্য সংখ্যক প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তাকে বিভিন্ন দেশে পাঠানো হয় এবং তারা দেশের জন্য বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জন করেন।





গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মাসুদ রানা, কম্পিউটার ইন্সট্রাক্টর অপু কুমার সিংহ, এবং ইলেক্ট্রনিকস্ ইন্সট্রাক্টর মোঃ ফরহাদ হোসেন। ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাস্টার ও ব্রাঞ্চ ম্যানেজার, রংপুর মোঃ ওমর শরীফ, এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের টিম লীড, রংপুর রিজিয়ন মোঃ কামরুজ্জামান এবং কুড়িগ্রাম এরিয়া এজেন্ট ব্যাংকিং অফিসার মোঃ ইমতিয়াজ-উল হক।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন