গ্রিন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

গ্রিন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন
উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক পরিবর্তনের মাধ্যমে উন্নয়নের লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ইনোভেশন অ্যান্ড ট্র্যান্সফরমেশন ফর ডেভেলপমেন্ট (আইটিডি) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটিস্থ স্থায়ী ক্যাম্পাসে বিজনেস, ল এন্ড আর্টস অ্যান্ড স্যোশাল সায়েন্স অনুষদ আয়োজিত দুই দিনব্যাপী এই সম্মেলন উদ্বোধন করা হয়।

সম্মেলনের জন্য গ্রিন বিজনেস স্কুল, ল, ইংরেজি, সমাজবিজ্ঞান ও জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের অধীনে মোট ১৫৭টি প্রবন্ধ জমা পড়ে। সম্মেলনে মোট ৩৫টি সেশন ও ৭টি মূল প্রবন্ধ উপস্থাপন করা হবে।

সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মুস্তাফিজুর রহমান, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক খন্দকার সাফাত রেজা, ভারতের অ্যাডামাস ইউনিভার্সিটির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক উজ্জ্বল অনু চৌধুরী, যুক্তরাষ্ট্রে বইস স্টেট ইউনিভার্সিটির বইস স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক জেসন বি ম্যাকডোনাল্ড, অধ্যাপক মার্গারেট এ গোরলাস্কি, অস্ট্রেলিয়ার কার্টেন ইউনিভার্সিটির অধ্যাপক ড. ডোরা মেরিনোভা, যুক্তরাষ্ট্রের রহিম কাজী, কানাডার ইলানা ডডি লুথার এবং যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ভ্যালি স্টেট ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. আজফার হোসেন সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনা করবেন।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, গ্রিন ইউনিভার্সিটি সবসময় রিসার্চ ও গবেষণায় গুরুত্ব দিয়ে আসছে। আইটিডি সম্মেলন নিঃসন্দেহে এ গবেষণায় আরও অবদান রাখবে।

সম্মেলনের আহ্বায়ক ও গ্রিন বিজনেস স্কুলের অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী বলেন, আইটিডি সম্মেলনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো বৈচিত্র্যতা। কারণ এখানে ভিন্ন ভিন্ন বিভাগের আয়োজনে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে যেমন বিজনেস রয়েছে, তেমনি রয়েছে ল’ ও সোশ্যাল সায়েন্স। সে হিসাবে এখানে শুধু অর্থনীতি নিয়ে আলোচনা থাকবে না, সমাজ ও রাষ্ট্র নিয়েও নানা ধরনের দিকনির্দেশনা উঠে আসবে। এ সম্মেলনের মাধ্যমে সরকারের বৃহত্তর পরিকল্পনায় কিছুটা হলেও অবদান রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব বলেন, মানসম্মত শিক্ষায় অন্য অনেক বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে আছে গ্রিন ইউনিভার্সিটি। আইটিডি সম্মেলনের মাধ্যমে সেই মানসম্মত শিক্ষার ক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ বলেন, সম্মেলনের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ইনোভেশন এবং ট্রান্সফরমেশন। কারণ, যেকোনো ধরনের উন্নয়নে এই দুটো বিষয় অবশ্যম্ভাবী এবং তা সব সময় চলমান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল আজাদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার প্রমুখ।

দুই দিনব্যাপী এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, মালয়েশিয়া, তুরস্ক, ভারত ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষক-গবেষকরা অংশ নিয়েছেন।

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি