এডিবি এর অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন স্কিল ফর এমপ্লমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) Tranche-III প্রকল্পের অধীনে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট ২৩টি তফসিলি ব্যাংকের ২৯টি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে চলছে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম।
দেশব্যাপী চলমান উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমের আওতায় বাংলাদেশ ব্যাংক আয়োজিত Enterpreneurship Development Program & Open Loan Disbursment Ceremony এ ‘‘উদ্যোগ সফলতায় শনিবার ১০০ ঘন্টা’ শীর্ষক পুস্তকের মোড়ক উন্মোচন এবং নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ একেএন আহমেদ অডিটোরিয়াম, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি (মিরপুর-২) এ অনুষ্ঠিত হয়।
প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর আব্দুর রউফ তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SEIP প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক মো. এখলাছুর রহমান এবং সভাপতিত্ব করেন ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের।
বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহী এবং হেড অব এসএমইগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার প্রধান অতিথি হিসাবে সাউথইস্ট ব্যাংকের আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারী পাঁচ জন উদ্যোক্তার মাঝে উন্মুক্ত ঋণ বিতরণের অংশ হিসাবে চেক হস্তান্তর করেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. এখলাসুর রহমান, এক্সিকিউটিভ প্রজেক্ট ডিরেক্টর, ঝউঈগট, ঝঊওচ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
সাউথইস্ট ব্যাংকের পক্ষে নুরুদ্দীন মো. সাদেক হোসাইন, উপ ব্যবস্থাপনা পরিচালক এবং স্বপন কুমার হাং, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।