দেশে মজুদকৃত গ্যাসের পরিমাণ জানালেন প্রতিমন্ত্রী

দেশে মজুদকৃত গ্যাসের পরিমাণ জানালেন প্রতিমন্ত্রী
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছে, দেশে যে হারে গ্যাস উত্তোলন করা হচ্ছে, তা প্রায় ১১ বছর করা যাবে। বর্তমানে দৈনিক গড়ে ২ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।

মঙ্গলবার (১ নভেম্বর) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের উত্তরে জ্বালানি প্রতিমন্ত্রী এ কথা জানান।

নসরুল হামিদ বলেন, গত ১ জুলাইয়ের প্রাক্কলন অনুযায়ী দেশে উত্তোলনযোগ্য প্রমাণিত ও সম্ভাব্য গ্যাস মজুতের পরিমাণ ২৮ দশমিক ৫৯ ট্রিলিয়ন ঘনফুট। উত্তোলনের শুরু থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ১৯ দশমিক ৫৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। অবশিষ্ট মজুত আছে ৯ দশমিক ছয় ট্রিলিয়ন ঘনফুট। দৈনিক উত্তোলনের গড় হিসেবে অবশিষ্ট গ্যাস ১০ দশমিক ৮ বছর ব্যবহার করা সম্ভব হবে।

অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে গ্রাহকদের চাহিদা দৈনিক গড়ে ৩ হাজার ৭০০ ঘনফুট। অবকাঠামোগত সক্ষমতা আমাদের থাকলেও বৈশ্বিক সংকটে দৈনিক কমবেশি ৪০০ মিলিয়ন ঘনফুট সমপরিমাণ এলএনজি সরবরাহ করা হচ্ছে। দৈনিক ঘাটতি গড়ে প্রায় ১ হাজার মিলিয়ন ঘনফুট।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অর্থসংবাদ/এনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু