জেসিআই-নক্ষত্রের আয়োজনে আইডিয়া টু স্টার্টআপ প্রজেক্টের ট্রেনিং সেশন

জেসিআই-নক্ষত্রের আয়োজনে আইডিয়া টু স্টার্টআপ প্রজেক্টের ট্রেনিং সেশন

আন্তর্জাতিক সমাজসেবামূলক প্রতিষ্ঠান জেসিআই ঢাকা ওয়েস্ট এবং নক্ষত্র এর আয়োজনে আইডিয়া টু স্টার্টআপ ২.০ প্রজেক্টের ট্রেনিং সেশন অনুষ্ঠিত হয়েছে।





মঙ্গলবার (১ নভেম্বর) কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ট্রেনিং সেশনটি অনুষ্ঠিত হয়। সেশনের ট্রেইনার জাহিদ হোসেইন এক্সপোর্ট ব্যাবসার সাথে সম্পৃক্ত বিষয় নিয়ে আলোচনা করছেন, যা আগামী প্রজন্ম কে রপ্তানি বিষয়ে উৎসাহিত করতে এবং জ্ঞানার্জনে সহায়তা করেছে।





ট্রেইনিং সেশনে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে শিক্ষার্থী এবং শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেসি আই ঢাকা ওয়েস্ট এর প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল, লোকাল ডিরেক্টর, প্রজেক্ট ডিরেক্টর নাজিব রাফে এবং মাহমুদ আল হাসান।







উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) মূলত ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি।





বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ২৫টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বড় এবং প্রাচীনতম।





সমাজের নানা স্তরের উন্নয়নে সর্বদা কাজ করে আসছে জেসি আই ঢাকা ওয়েস্ট , আইডিয়া টু স্টার্টআপ এই সেবামূলক কাজের একটি টেকসই প্রজেক্ট ,বিগত বছরে প্রায় ৩০০ শিক্ষার্থী,চাকরিজীবি এবং উদ্যেক্তাদের ট্রেইনিং সেশনের মাধ্যমে সহায়তা করে আসছে। পরিকল্পনা অনুযায়ী চলতি বছরেও সমাজের যেসকল মানুষ নিজেদের উদ্যেক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাদের সকল প্রকার প্রাথমিক সহায়তা দান করার প্রয়াস রয়েছে।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি