সিএমএসএমই এবং রিটেইল গ্রাহকদের জন্য ওয়ান স্টপ ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম চালুর লক্ষ্যে “ডানা ফিনটেক”-এর সাথে একটি চুক্তি সাক্ষর করেছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।
সম্প্রতি এলবিএফের প্রধান কার্যালয়ে এ চুক্তি সাক্ষরিত হয়। লংকাবাংলা ফাইন্যান্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার এবং ডানা ফিনটেকের পক্ষে প্রতিষ্ঠানটির সিইও গাজী ইয়ার মোহাম্মদ চুক্তিতে সই করেন।
এ চুক্তির আওতায় ডানা-এর ঋণ প্রযুক্তি ব্যবহার করে লংকাবাংলা অনগ্রসর সিএমএসএমই এবং রিটেইল গ্রাহকগণ ডিজিটাল ঋণ সুবিধা প্রসারিত করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংকাবাংলার হেড অব রিটেইল বিজনেস খুরশেদ আলম, হেড অব আইসিটি শেখ মোহাম্মদ ফুয়াদ, হেড অব স্মল বিজনেস মোঃ নুরুল ইসলাম, হেড অব রিটেইল ক্রেডিট আরিফ হাসান, হেড অব ব্র্যান্ড এন্ড মার্কেটিং মোঃ রাজিউদ্দিন, ডানা ফিনটেকের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার জিয়া হাসান সিদ্দীক, হেড অব স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সৈয়দ এম হাসান ফারুক।