বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়াসহ বহু মানুষ হতাহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার শহরের বন্দর এলাকা এই বিস্ফোরণ ঘটে।

তবে কীভাবে, কোথা থেকে এ বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত করেনি দেশটির সরকার। এরই মধ্যে দেশটিতে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব।

বিস্ফোরণটি এমন ভয়াবহ ছিল যে, এটা ২৪০ কিলোমিটার দূরে সাইপ্রাস দ্বীপ থেকে অনুভূত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। সেখানে বসবাসরত সংবাদ কর্মী এমিলিয়া পাপাদোপোলাস টুইটার হ্যান্ডেলে বিস্ফোরণের ভিডিও পোস্ট করে লিখেছেন, অবিশ্বাস্য, আমরা এটা সাইপ্রাস থেকেও টের পেলাম।

দিনের আলোয় বিস্ফোরণের সময় বিভিন্ন দিক থেকে মোবাইল ফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিশাল আকারের একটি ধোঁয়ার কুন্ডলি পাকিয়ে উঠতে উঠতে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে বেশ দূরে অবস্থানরত ক্যামেরাতেও এর ধাক্কা অনুভূত হয়।

এনবিসি নিউজের ‘লাইভে’ এ প্রতিবেদন লেখার সময় আগুন জ্বলতে দেখা গেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না