তবে কীভাবে, কোথা থেকে এ বিস্ফোরণ ঘটেছে তা এখনো নিশ্চিত করেনি দেশটির সরকার। এরই মধ্যে দেশটিতে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব।
বিস্ফোরণটি এমন ভয়াবহ ছিল যে, এটা ২৪০ কিলোমিটার দূরে সাইপ্রাস দ্বীপ থেকে অনুভূত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। সেখানে বসবাসরত সংবাদ কর্মী এমিলিয়া পাপাদোপোলাস টুইটার হ্যান্ডেলে বিস্ফোরণের ভিডিও পোস্ট করে লিখেছেন, অবিশ্বাস্য, আমরা এটা সাইপ্রাস থেকেও টের পেলাম।
দিনের আলোয় বিস্ফোরণের সময় বিভিন্ন দিক থেকে মোবাইল ফোনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিশাল আকারের একটি ধোঁয়ার কুন্ডলি পাকিয়ে উঠতে উঠতে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে বেশ দূরে অবস্থানরত ক্যামেরাতেও এর ধাক্কা অনুভূত হয়।
এনবিসি নিউজের ‘লাইভে’ এ প্রতিবেদন লেখার সময় আগুন জ্বলতে দেখা গেছে।