শেয়ারবাজারে তালিকাভুক্ত বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ১২ তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করা হয়।
বারাকা পতেঙ্গার কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রানার সঞ্চালনায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এজিএমে স্বাগত বক্তব্য় দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোলাম রব্বানী চৌধুরী। তিনি বলেন, ২০২১ সাল থেকে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটি বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এবং কর্ণফুলী পাওয়ার লিমিটেড প্রতিটির মোট শেয়ারের ৫১ শতাংশ বিনিয়োগ করেছে। এছাড়াও কোম্পানিটি বারাকা সিকিউরিটিজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে শেয়ারের ৫১ শতাংশ বিনিয়োগ করেছে। ভবিষ্যতে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড অন্যান্য লাভজনক প্রকল্পে বিনিয়োগ করবে।
এসময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মনজুর কাদির শাফী বলেন, ২০২১-২২ অর্থবছরে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের সম্মিলিত মুনাফা ছিল ২১ কোটি ৫২ লাখ টাকা। বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ইপিএস ছিলো ১ টাকা ২৫ পয়সা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৩০ জুন ২০২২ ছিলো ২৮ টাকা ৯২ পয়সা।
সভায় লভ্যাংশ সহ অন্যান্য সকল এজেন্ডা শেয়ারহোল্ডারদের ভোটের ভিত্তিতে অনুমোদিত হয়।