রেড ক্রিসেন্টকে ১০ লাখ টাকা অনুদান দিল এনআরবিসি ব্যাংক

রেড ক্রিসেন্টকে ১০ লাখ টাকা অনুদান দিল এনআরবিসি ব্যাংক

দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগ আক্রান্ত এলাকায় মানুষের সেবাদানের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১০ লাখ টাকা অনুদান দিল এনআরবিসি ব্যাংক।





শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য মঞ্জুরুল ইসলামের হাতে অনুদানের চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক অলিউর রহমান, বিকল্প পরিচালক ডা. কুতুব উদ্দিন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার, স্বতন্ত্র পরিচালক খান মোহাম্মদ আব্দুল মান্নান, ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়া, রেড ক্রিসেন্টের পরিচালক (ফাইন্যান্স) এএইচএম মইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।





ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, সেবাদানের মূলমন্ত্রে পরিচালিত হচ্ছে এনআরবিসি ব্যাংক। অর্থনীতিতে উন্নয়নে অবদান রাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করা হচ্ছে। ব্যাংকের সিএসআর তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষকে আর্থিক সহায়তা, চিকিৎসা ব্যয়, শিক্ষা সহায়তা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আর্থিক সহায়তা করা হচ্ছে। রেড ক্রিসেন্টের মতো প্রতিষ্ঠানকে সহায়তা করে আমরা গর্বিত।





রেড ক্রিসেন্টের সদস্য মঞ্জুরুল ইসলাম বলেন, রেড ক্রিসেন্ট মানবতার সেবায় নিবেদিত একটি প্রতিষ্ঠান। রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু ১৯৭২ সালে, যখন বাংলাদেশ ঘূর্ণিঝড়প্রবণ দেশ হিসেবে পরিচিত ছিল, ঘূর্ণিঝড়কে সফলভাবে মোকাবেলা করতে সরকারের পাশাপাশি রেড ক্রিসেন্টও অবদান রেখেছে। আমাদের প্রায় ৭০ লাখ ভলান্টিয়ার সারাদেশে বিনামূল্যে কাজ করে। আমরা আশা করি রেড ক্রিসেন্টের এই কর্মসূচি এনআরবিসির সহযোগিতায় আরো প্রসারিত হবে, এই দুর্যোগ মোকাবেলায় বিশ্বব্যাপী এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এনআরবিসিসহ বিভিন্ন মানুষের অনুদানের টাকায় রেড ক্রিসেন্ট চলে। এনআরবিসি ব্যাংকের প্রতি কৃতজ্ঞ তারা এগিয়ে এসেছে। এই অর্থ দিয়ে মাগুরায় আরেকটি শাখা নির্মাণের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করা হবে।





অর্থসংবাদ/কেএ


আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি