নতুন পাউন্ডে রাজার ছবি

নতুন পাউন্ডে রাজার ছবি

নতুন পাউন্ড উন্মোচন করেছে ব্যাংক অব ইংল্যান্ড। যেখানে ব্রিটেনের নতুন রাজা চার্লসের ছবি দেখা যায়। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনের সঙ্গে বিবিসি নতুন পাউন্ডের একটা ছবি প্রকাশ করেছে।





দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ৫, ১০, ২০ ও ৫০ পাউন্ডে এই পরিবর্তন আসছে। ২০২৪ সালের মাঝামাঝি থেকে নতুন এই পাউন্ড বাজারে আসবে। ব্যাংক অব ইংল্যান্ডের নতুন উন্মোচন করা পাউন্ডে দেখা যাচ্ছে, সামনে ও সিকিউরিটি উইন্ডোতে রাজা চার্লসের ছবি রয়েছে।





বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজার ছবিসহ নতুন পাউন্ড আসলেও পুরোনো নোটগুলোর প্রচলন থাকবে। ব্যাংক অব ইংল্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ব্রিটিশ রাজপরিবারের নির্দেশনা অনুসরণ করে নতুন নোট বাজারে ছাড়া হবে। এ ক্ষেত্রে আর্থিক ও পরিবেশগত প্রভাব পর্যালোচনা করে শুধুমাত্র পুরোনো জীর্ণ নোটের বদলে ও বাড়তি চাহিদার বিপরীতে নতুন নোট বাজারে ছাড়া হবে।





ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, বর্তমানে ৮০ বিলিয়ন পাউন্ড মূল্যমানের প্রায় সাড়ে ৪ বিলিয়ন ব্যাংক নোট বাজারে রয়েছে। ১৯৬০ সালে ব্যাংক অব ইংল্যান্ডের ব্যাংক নোটের প্রচলন শুরু হয়। রাজপরিবারের পক্ষ থেকে ব্যাংক নোট প্রচলনের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানি এলিজাবেথ।





এরই মধ্যে রাজা চার্লসের ছবি–সংবলিত ৫০ পেন্সের ধাতব মুদ্রা বাজারে ছাড়া হয়েছে। দেশটির পোস্ট অফিসের মাধ্যমে এসব ধাতব মুদ্রা বাজারে ছাড়া হচ্ছে। এরই মধ্যে প্রায় ৪৯ লাখ কয়েন বাজারে ছাড়া হয়েছে।





অর্থসংবাদ/কেএ


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না