বাংলাদেশের পুঁজিবাজারে তার ১৩ বছর ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার । সিইও (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের আন্তর্জাতিক বাণিজ্য ও বিক্রয় প্রধান এবং ইনস্টিটিউশনাল বিজনেস ইউনিটের প্রধান হিসেবে কর্শরত ছিলেন।
তিনি ২০০৯ সালের নভেম্বর মাসে ব্র্যাক ইপিএলে যোগ দিয়েছিলেন। ব্র্যাক ইপিএলের আগে তিনি এএম সিকিউরিটিজে (আব্দুল মোনেম) ট্রেডার হিসাবে কাজ করেন। কাজ করেছেন ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের অপারেশন এবং সেটেলমেন্ট বিভাগেও। পুঁজিবাজারে রয়েছে তার ১৩ বছরের অভিজ্ঞতা। এই সময়ে তিনি আন্তর্জাতিক ব্রোকার এবং তহবিল পরিচালকদের সাথে সম্পর্ক বজায় রেখে কাজ করেছেন; যা বাংলাদেশের মূলধন বাজারে বিদেশী পোর্টফোলিও বিনিয়োগ (এফপিআই) আনতে সহায়তা করছে।
আহসানুর রহমান ফিনান্সে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে সুম্মা কাম লাড স্নাতক করেছেন। কর্মজীবনে তিনি দেশে বিদেশে স্টক ব্রোকিং এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন দিক নিয়ে অসংখ্য প্রশিক্ষণ, সেমিনার এবং কর্মশালায় অংশ নেন।