চিনি উৎপাদনে ৩.৫% প্রবৃদ্ধি ভারতের

চিনি উৎপাদনে ৩.৫% প্রবৃদ্ধি ভারতের
ভারতে চলতি মৌসুমের প্রথম তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) চিনি উৎপাদন ৩ দশমিক ৫ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখ ৭০ হাজার টনে। গত মৌসুমের একই সময় যা ছিল ১ কোটি ১৬ লাখ ৪০ হাজার টন। সক্রিয় চিনিকলের সংখ্যাও ৫০০ থেকে বেড়ে ৫০৯টিতে উন্নীত হয়েছে। ইন্ডিয়ান সুগার মিলস অ্যাসোসিয়েশন সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চলতি মৌসুমে ভারতে যে কয়টি চিনিকলে উৎপাদন চলমান, সেগুলোর ৩৯ শতাংশই মহারাষ্ট্রে অবস্থিত। এসব কল তিন মাসে প্রায় ৪৭ লাখ টন চিনি উৎপাদন করেছে, যা মোট উৎপাদনের ৩৯ শতাংশ।

ভারতে সবচেয়ে বেশি চিনি উৎপাদন হয় উত্তর প্রদেশে। কিন্তু চলতি মৌসুমের প্রথম তিন মাসে অঞ্চলটিকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে মহারাষ্ট্র। উত্তর প্রদেশে বর্তমানে ১১৭টি চিনিকলে উৎপাদন কার্যক্রম চালু আছে। গত তিন মাসে এগুলো সব মিলিয়ে ৩০ লাখ ৯০ হাজার টন চিনি উৎপাদন করেছে। অন্যদিক কর্ণাটকে মাত্র ৭৬টি চিনিকল থেকে উৎপাদন হয়েছে ২৬ লাখ ৭০ হাজার টন। গুজরাটে সক্রিয় ১৬টি মিল থেকে ৩ লাখ ৮০ হাজার টন এবং তামিলনাড়ুতে ২৪টি মিল ২ লাখ ৬০ হাজার টন চিনি উৎপাদন করেছে।

অর্থসংবাদ/কেএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া