কর্মসূচিগুলো জাতীয় শোক দিবসে ইন্সটিটিউটের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে ব্যানার তৈরি করে ইন্সটিটিউটের প্রবেশমুখে স্থাপন। ১৫ আগস্ট ২০২০ তারিখ, জাতীয় শোক দিবসে ইন্সটিটিউটে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা। ধানমন্ডি ৩২ নম্বর (পুরাতন) রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ইন্সটিটিউটের পক্ষে থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
অন্যিদিকে জাতীয় শোক দিবসে ইন্সটিটিউটের কর্মচারীগণের কালো ব্যাজ ধারণ। ১৬ আগস্ট সকাল ১১ টায় দোয়া মাহফিল আয়োজন। এছাড়া ১৬ আগস্ট ২০২০ তারিখ ‘বঙ্গবন্ধুর অর্থনৈতিক জীবনদর্শন’ এর উপর আলোচনা সভা আয়োজন।
একই সাথে ইন্সটিটিউটের লাইব্রেরিতে মুজিব বুক কর্ণার উদ্বোধন। ইন্সটিটিউটের ডিজিটাল ডিসপ্লে বোর্ড উদ্বোধন এবং সেখানে বঙ্গবন্ধুর জীবনীর উপর তথ্যচিত্র প্রদর্শন। ইন্সটিটিউটের ওয়েবসাইট, ফেসবুক ও ইউটিউবে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ভিডিও ও ফটো কোলাস প্রচার এবং কর্মচারী ও শিক্ষার্থীদের বৃক্ষরোপনের আহ্বান করা হয়েছে।