খুলনায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

খুলনায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
খুলনায় কার্যরত সব তফসিলি ব্যাংকের সহযোগিতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লিড ব্যাংক হিসেবে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৩ আয়োজন করেছে।

শনিবার (৪ মার্চ) খুলনায় স্থানীয় এক কনভেনশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস.এম হাসান রেজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান, বাংলাদেশ ব্যাংকের পরিচালক আবু সাঈদ মো. আরিফ-উল-ইসলাম ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক সোহেলী আফরীন।

স্কুল ব্যাংকিং বিষয়ক প্রামাণ্য চিত্র 'স্বপ্ন' প্রদর্শন করেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপ-পরিচালক তানবীর এহসান।

ব্যাংকের খুলনা জোনপ্রধান মো. আবদুস সালামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন খুলনা শাখাপ্রধান মো. ইয়াকুব আলী। আরও বক্তব্য দেন সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন