দিন ব্যাপী এই অনুষ্ঠানটি কেক কেটে উদ্বোধন করেন মোনার্কের কর্ণধার মো. আবুল খায়ের হিরো ও ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল বাসার খান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ সেরা গলফার ও ক্রীড়াবিদ সিদ্দিকুর রহমান।
মোনার্কের কর্ণধার আবুল খায়ের হিরো জানান, মোনার্ক নিঃসন্দেহে দেশের একটি অত্যাধুনিক ইলেকট্রনিক্স ব্র্যান্ডে পরিণত হতে যাচ্ছে এবং মোনার্কের সকল পন্য আর্ন্তজাতিক মানের ও জনসাধারণের ক্রয়সীমার মধ্যে। তিনি আরো জানান ২০২৫ এর মধ্যে দেশের ৮০ শতাংশের বেশী মানুষের কাছে পৌছে যাবে মোনার্কের সকল ইলেকট্রনিক্স পণ্য।
ব্যবস্থাপনা পরিচালক নাজমুল বাসার খান জানান, অতি সল্প সময়ের মধ্যে মোনার্কের আওতাধীন দুটি ব্রান্ড মোনার্ক ইলেকট্রনিক্স ও মুন ইলেকট্রিক্যালের গ্রহনযোগ্যতা দেশব্যাপী ছড়িয়ে গেছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোর্নাক গ্রুপের ১৩টি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
অর্থসংবাদ/এসএম