গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টের পৌনে ২ কোটি টাকা ভ্যাট ফাঁকি

গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টের পৌনে ২ কোটি টাকা ভ্যাট ফাঁকি
আয় কম দেখিয়ে মোটা অংকের ভ্যাট ফাঁকি দিয়েছে ঢাকার অভিজাত রেস্টুরেন্ট দ্য গ্রিন লাউঞ্জ। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল আজ বুধবার রেস্টুরেন্টটিতে অভিযান চালিয়ে ১ কোটি ৭৫ লাখ টাকা ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে।

রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্টে আজ অভিযান চালায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ সময় শুল্ক গোয়েন্দারা দেখতে পান, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ মে, ২০১৮ থেকে মার্চ, ২০২০ পর্যন্ত ২৩ মাসে ১ কোটি ৯৫ লাখ ৯৬ হাজার ২৯৪ টাকা বিক্রি দেখিয়েছে। এর বিপরীতে ভ্যাট জমা দিয়েছে ২৫ লাখ ৫৬ হাজার ৩৮ টাকা। অথচ রিটার্ন অনুযায়ী গ্রিন লাউঞ্জ ঘোষিত মাসিক বিক্রির পরিমাণ মাত্র ৮ লাখ ৫২ হাজার ৯১৩ টাকা এবং ভ্যাট ১ লাখ ১১ হাজার ১৩২ টাকা।

অভিযানে রেস্টুরেন্টটি থেকে বিক্রির কাগজপত্র উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। এতেই ভ্যাট ফাঁকির বিষয়টি ধরা পড়ে। উদ্ধারকৃত কাগজপত্রে উল্লিখিত ২৩ মাসে ১৫ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৯২২ টাকা বিক্রির তথ্য পাওয়া যায়। অর্থাৎ রিটার্নে গ্রিন লাউঞ্জ তাদের মোট বিক্রয়ের ৮৭ শতাংশ গোপন করেছে। শুল্ক গোয়েন্দাদের হিসাবে, এই ২৩ মাসে ১ কোটি ৭৫ লাখ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে গ্রিন লাউঞ্জ। ভ্যাট ফাঁকির অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

থাইল্যান্ডে সিকদার পরিবারের ১৩৩ কোটি টাকার সম্পদ অবরুদ্ধের আদেশ
এস আলমসহ ৩ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ
ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর ইমরান হত্যা মামলায় গ্রেফতার
দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণ পৃথক করলো সরকার
আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন মাহমুদুর রহমান
ইস্টার্ন ব্যাংক চেয়ারম্যানের পরিবারের ১৪৬ হিসাব খতিয়ে দেখবে দুদক
বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ
হাবিবুরসহ ৮ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ
শেখ হাসিনার বিরুদ্ধে ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ