ব্যবসায়ীরা স্বপ্রণোদিত হয়ে রমজানে নিত্যপণ্যের দাম কমিয়ে দিচ্ছে

ব্যবসায়ীরা স্বপ্রণোদিত হয়ে রমজানে নিত্যপণ্যের দাম কমিয়ে দিচ্ছে
বিশ্বজুড়ে মূল্যস্ফীতির কারণে সব জিনিসের দাম বেড়েছে। এমন অবস্থার মধ্যেও মুসলিমরা যেন স্বস্তিতে ইবাদত বন্দেগি করতে পারে তার ব্যবস্থা নিতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমানসহ আরব দেশগুলোর সরকারও এ বিষয়ে উদ্যোগ নিয়েছে।

দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান। প্রস্তুতি শুরু করেছেন বিশ্বের মুসলিমরা। এ উপলক্ষে আরব বিশ্বসহ বিভিন্ন দেশে রমজানে জরুরি পণ্যগুলোতে মূল্যছাড় চলছে। কোনও কোনও দেশ রাষ্ট্রীয়ভাবে আবার কোনও কোনও দেশে ব্যবসায়ীরা স্বপ্রণোদিত হয়ে এসব মূল্যছাড়ের ঘোষণা করছেন। এ যেন ছাড়ের প্রতিযোগিতা শুরু করেছেন ব্যবসায়ীরা!

নিত্যপ্রয়োজনীয় এমন দশ হাজারের বেশি পণ্যের দাম কমিয়েছে সংযুক্ত আরব আমিরাত। মূল্যছাড়ের সাইনবোর্ডে সয়লাব সংযুক্ত আরব আমিরাতের সুপারশপগুলো। ক্রেতাদের কে কত বেশি মূল্য ছাড় দিতে পারে- তা নিয়ে যেন রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে দেশটির বড় বড় চেইনশপ। দশ হাজার পণ্যের ওপর সর্বোচ্চ ৭৫ শতাংশ দাম কমিয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

অন্যবারের মতো এ বছরও মূল্যছাড়ের হিড়িক পড়ে গেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারে। চাল, ডাল, আটা, তেলসহ নিত্য প্রয়োজনীয় ৯০০ পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এরইমধ্যে নতুন দাম কার্যকরও হয়েছে। ঈদ পর্যন্ত এ সুবিধা ভোগ করবেন ক্রেতারা। কাতারে শুধু দাম কমিয়েই ক্ষান্ত হয় না কর্তৃপক্ষ। বাজার পর্যায়ে দাম এবং পণ্যের গুণগত মান নিশ্চিতেও তৎপর থাকে প্রশাসন।

ত্যাগ আর আত্মশুদ্ধির মাস ঘিরে মূল্যছাড়ের কার্যক্রম শুরু হয়ে গেছে সৌদির ব্যবসায়ীদের মধ্যেও। সুপারশপ, শপিংমলগুলোতে পণ্য ভেদে ৫০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত দাম কমানোর ঘোষণা দেয়া হয়েছে। এমনকি কর্মীদের কর্মঘণ্টার ওপরও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে দেয়া হয় বিশেষ সুবিধা।

সৌদি আরবে রমজানের সেল এবং অফার শুধু ফিজিক্যাল স্টোরের মধ্যে সীমাবদ্ধ নয়। অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলো পবিত্র মাসে বিশেষ প্রচার এবং ডিসকাউন্ট অফার করছে।

ইবাদত বন্দেগির এই মাসে এমন সুবিধা ভোগ করেন মালয়েশিয়া, কুয়েত, বাহরাইন, ওমানসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশের মুসলিমরা।

এই মাস উপলক্ষে আরববিশ্ব ছাড়াও পশ্চিমাসহ অন্যান্য অনেক দেশেও ব্যবসায়ীরা স্বপ্রণোদিত হয়ে বিভিন্ন জরুরি পণ্যে ছাড়ের ঘোষণা দিয়েছেন। খাদ্যপণ্যগুলোতে মিলছে বিশেষ ছাড়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া