মঙ্গলবার (২১ মার্চ) সংগঠনের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের প্রধান ড. মুহম্মদ হাবিবুর রহমান কমিটি ঘোষণা করেন।
এতে স্বাক্ষর করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগম, সংগঠনের সাবেক সভাপতি বায়েজিদ আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক আবু হাসনাত অনিক।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন আল মামুন ও সাদিয়া সুলতানা। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আছেন শারমিন মেঘলা, নাফিসা সুলতানা ঐশি, সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন রুবাইয়াত তাজবীন, পাঠচক্র সম্পাদক হিসেবে আছেন ওয়াফা আক্তার রিমু, অর্থ সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ মামুন, দপ্তর সম্পাদক হিসেবে আছেন সৈয়দা রাইসা তাসনীম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে আছেন লায়লা পারভীন, যোগাযোগ সম্পাদক হিসেবে আছেন জাওয়াদ উর রাকিন খান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে আছেন মো. আতিকুর রহমান, প্রচার সম্পাদক হিসেবে আছেন মোহাম্মদ আমিন, প্রশিক্ষণ ও অনুষ্ঠান সম্পাদক হিসেবে আছেন ফাহমিদা সুলতানা ও আপ্যায়ন সম্পাদক হিসেবে আছেন আমেনা আক্তার। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মো. সাইদুল হাসান, তানিয়া আক্তার, হেদায়েতুল ইসলাম নাবিদ, মেহেরুন নেছা, রুমা রাণী দেব শর্মা।