ইতালিতে ভিসার আবেদন এক ঘণ্টায় ২ লাখ ৩৮ হাজার

ইতালিতে ভিসার আবেদন এক ঘণ্টায় ২ লাখ ৩৮ হাজার
ইতালিতে বৈধপথে শ্রমিক আনার আবেদন শুরু হয়েছে। সোমবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাচ্ছে।

এতে আবেদন শুরুর পরেই এক ঘণ্টার মধ্যে আবেদন জমা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৩৩৫টি। যেখানে কিনা ৩৩টি দেশ থেকে ৮২ হাজার ৭০৫ জনকে বৈধভাবে ইতালিতে এসে কাজের সুযোগ দেয়ার কথা রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ মার্চ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় নামকরা গণমাধ্যম ‘ইলসোলে ২৪’ এ খবর প্রকাশ করে।

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে ইতালি সরকার বিভিন্ন খাতে প্রায় ৮৩ হাজার নন-ইউরোপিয়ান কর্মী আনার ঘোষণা দিয়েছিলো। ২৭ মার্চের সকাল ৯টা থেকে আবেদন শুরু হলে প্রথম এক ঘণ্টায় আবেদন জমা পড়েছে ২ লাখ ৩৮ হাজার ৩৩৫টি। যা-কিনা গত বছরের তুলনায় ১৩ হাজার বেশী।

তবে প্রতিবেদনে আরো বলা হয়েছে, সরকার চলতি বছরে ৮৩ হাজার শ্রমিক আনার ঘোষণা দিয়েছে কিন্তু মাত্র ৮৩ হাজার শ্রমিক কর্মসংস্থান ঘাটতি পূরণের জন্য পর্যাপ্ত না।

উল্লেখ্য, সরকার অবৈধপথে অভিবাসী আসা বন্ধ করতে গত বছরের শেষে বৈধপথে কর্মী আনার বিষয়ে আলোচনা করে। পরে এ বছরের শুরুতে আনুষ্ঠানিক ঘোষণা দিলে তার ধারাবাহকতায় সোমবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে আবেদন শুরু হয়। যা-কিনা চলবে এ বছরের শেষদিন পর্যন্ত।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া