বিশ্ববাজারে আবার বাড়লো অপরিশোধিত তেলের দাম

বিশ্ববাজারে আবার বাড়লো অপরিশোধিত তেলের দাম
বিশ্ববাজারে আবার বাড়লো অপরিশোধিত তেলের দাম। সৌদি আরব, ইরাকসহ উপসাগরীয় কয়েকটি দেশ তেলের উত্তোলন কমানোয় আগের তুলনায় দাম বেড়েছে প্রায় ৭ শতাংশ। এতে বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।

পেট্রোলিয়াম রপ্তানিকারক জোট-ওপেক সদস্য সৌদি আরবসহ একাধিক দেশ তেল উত্তোলন প্রতিদিন সাড়ে ১১ লাখ ব্যারেল কমিয়ে আনার আকস্মিক সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করে রবিবার। পরে বলা হয়, এটি সতর্কতামূলক পদক্ষেপের অংশ।

এ ঘটনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ন্যূনতম ৫ ডলার বেড়ে ৮৫ ডলারের ওপরে বিক্রি হচ্ছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বলেছে, বাজারে অনিশ্চয়তা তৈরি করার মতো এমন পদক্ষেপ নেয়ার কোনো যুক্তি নেই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য উত্তোলন ও সরবরাহ বাড়িয়ে তেলের দাম কমাতে দীর্ঘদিন ধরেই সরব যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এই দাবি তুলে আসছে বাইডেন প্রশাসন।

গত সোমবার ওপেক জোটের মন্ত্রিপর্যায়ের বৈঠকে তেল উত্তোলন প্রতিদিন ২০ লাখ ব্যারেল কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। বৈঠকটিতে ভার্চুয়ালি অংশ নেয় রাশিয়া ও সৌদি আরব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না