বিশ্ববাজারে আবার বাড়লো অপরিশোধিত তেলের দাম

বিশ্ববাজারে আবার বাড়লো অপরিশোধিত তেলের দাম
বিশ্ববাজারে আবার বাড়লো অপরিশোধিত তেলের দাম। সৌদি আরব, ইরাকসহ উপসাগরীয় কয়েকটি দেশ তেলের উত্তোলন কমানোয় আগের তুলনায় দাম বেড়েছে প্রায় ৭ শতাংশ। এতে বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।

পেট্রোলিয়াম রপ্তানিকারক জোট-ওপেক সদস্য সৌদি আরবসহ একাধিক দেশ তেল উত্তোলন প্রতিদিন সাড়ে ১১ লাখ ব্যারেল কমিয়ে আনার আকস্মিক সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু করে রবিবার। পরে বলা হয়, এটি সতর্কতামূলক পদক্ষেপের অংশ।

এ ঘটনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ন্যূনতম ৫ ডলার বেড়ে ৮৫ ডলারের ওপরে বিক্রি হচ্ছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বলেছে, বাজারে অনিশ্চয়তা তৈরি করার মতো এমন পদক্ষেপ নেয়ার কোনো যুক্তি নেই। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য উত্তোলন ও সরবরাহ বাড়িয়ে তেলের দাম কমাতে দীর্ঘদিন ধরেই সরব যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এই দাবি তুলে আসছে বাইডেন প্রশাসন।

গত সোমবার ওপেক জোটের মন্ত্রিপর্যায়ের বৈঠকে তেল উত্তোলন প্রতিদিন ২০ লাখ ব্যারেল কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়। বৈঠকটিতে ভার্চুয়ালি অংশ নেয় রাশিয়া ও সৌদি আরব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া