গত ৭ এপ্রিল দুপুর ১২টা থেকে শুরু হয়ে ৮ এপ্রিল রাত ১০টা পর্যন্ত দুই দিন ব্যাপী এ মেলা চলে। এতে ফ্যাশন এবং লাইফ স্টাইলের উপর ভিত্তি করে ৪০টিরও বেশি ব্যান্ড উপস্থিত ছিল।
এক্সিবিশনে প্রধান অতিথি ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট সিনেটর জিয়াউল হক ভূঁইয়া। এছাড়াও জেসিআই বাংলাদেশের ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদিরসহ ন্যাশনাল গভর্নিং বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় গ্লামশোর কর্ণধার রাইসা নাসের খান বলেন- প্রতি বছরই তারা এই এক্সিবিশনটা করে থাকেন এবং বিভিন্ন সেক্টর থেকে ইন্ডাস্ট্রিয়ালিজড এবং ছোটখাটো মাঝারি ধরনের এন্টারপ্রাইজেস অংশগ্রহণ করে। এই এক্সিবিশনে পাঞ্জাবি, কামিজ, সালোয়ার, জুতা, পারফিউম, মেকআপ সামগ্রি, চকলেট ও ইলেকট্রিক সামগ্রীসহ আরো বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রয় হয়। এক্সিবিশনে কোন এন্ট্রি ফি নেই, সবার জন্য উন্মুক্ত। অনেক মানুষজন আসেন এক্সিবিশনটি দেখতে এবং তাদের পছন্দের জিনিস কেনা-কাটা করেন।
এক্সিবিশনের কমিউনিটি পার্টনার হিসেবে ছিলো জেসিআইয়ের আরো ২৫টি লোকাল প্রতিষ্ঠান। সিলভার স্পন্সর পাঠাও বাংলাদেশ, এক্সিবিশনের কো-স্পন্সর খন্দকার গ্রুপ অব কোম্পানিজ, রাইজ এবং মাহনূর ডট কো, খসরুস কিতাব মহল, ইলেকট্রনিক পার্টনার জিও টেলিভিশন এবং ফটোগ্রাফি পার্টনার লিমেরেন্স ফটোগ্রাফ্স।
জেসিআই ঢাকা আপটাউন একটি নতুন প্রোজেক্ট উদ্ভোধন করেন। প্রোজেক্টে নতুন উদ্যােক্তাদের ব্যবসায়ে সাহায্য করাসহ এবছরের যতগুলো এক্সিবিশন করা হবে তাদের বিনামূল্যে স্টল প্রদান করা হবে।
অর্থসংবাদ/এসএম