সোশ্যাল ইসলামী ব্যাংক ও নগদ এর মধ্যে “রেমিট্যান্স” চুক্তি স্বাক্ষর

সোশ্যাল ইসলামী ব্যাংক ও নগদ এর মধ্যে “রেমিট্যান্স” চুক্তি স্বাক্ষর
প্রবাসী বাংলাদেশীদের জন্য ক্রস বর্ডার রেমিট্যান্স সেবা সহজীকরণের লক্ষ্যে নগদ এর সাথে “রেমিট্যান্স ডিসবার্সমেন্ট পার্টনারশীপ” সংক্রান্ত চুক্তি সম্পাদন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এ উপলক্ষে ১২ এপ্রিল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ ও নগদ এর নির্বাহী পরিচালক, টেকনোলজি, বিজনেস এস্যুরেন্স মারুফুল ইসলাম ঝলক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান, মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদীন, আন্তর্জাতিক বিভাগের প্রধান মোঃ আকমল হোসেন, নগদের হেড অব রেমিট্যান্স অপারেশন্স মোহাম্মদ জিয়াউল হক, চিফ কমার্শিয়াল অফিসার মোঃ শিহাব উদ্দিন চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এসময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে তা সরাসরি গ্রাহকের নগদ ওয়ালেটে প্রেরণ করা যাবে, যা সুবিধাভোগী তার প্রয়োজন অনুযায়ী অন্য অ্যাকাউন্টে লেনদেন বা উত্তোলন করতে পারবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, নগদের সাথে “রেমিট্যান্স ডিসবার্সমেন্ট পার্টনারশীপ” চুক্তি হওয়ায় আমরা আনন্দিত। এসআইবিএল বিভিন্ন এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে বিশ্বের বহু দেশ থেকে রেমিট্যান্স সংগ্রহ করছে। এই চুক্তির মাধ্যমে প্রবাসীদের জন্য রেমিট্যান্স সেবা আরো সাশ্রয়ী ও সহজতর হবে এবং দ্রুততম সময়ে সুবিধাভোগীর ওয়ালেটে রেমিট্যান্সের টাকা পৌঁছে যাবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি